বিজ্ঞাপন

দৈনিক হুক্কা হুয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে দু’ধরণের পলিসি অনুসরণ করে।

দৈনিক হুক্কা হুয়া প্রভুর পা’চাটায় প্রতিজ্ঞাবদ্ধ। হুক্কা হুয়া এমনিতেই ক্ষমতায় থাকাকালে প্রভুর কাছ থেকে প্রচুর সরকারি বিজ্ঞাপন পেয়ে থাকে। প্রভু খুশি হয়েই হুক্কা হুয়ার রুটি রুজির ব্যবস্থা করে থাকে। এক টার্মে হুক্কা বিজ্ঞাপন থেকে যা মাল-পানি পায়, দিয়ে টানা তিন টার্ম বিনা পয়সায় হুক্কা হুয়া বাজারে ছাড়লেও হুক্কা হুয়া’র ভান্ডোরে টান পড়বে না! এছাড়া হুক্কা হুয়ার জন্য বিনামূল্যের নিউজপ্রিন্ট তো আছেই!! যে হেহেতু হুক্কা হুয়াকে রুটি রুজি নিয়ে কখনোই ভাবতে হয় না, তাই হুক্কা হুয়া কাউকে পরোয়াও করে না!

হুক্কা হুয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে ফুটবল মাঠের অফেনসিভ পলিসিতে খেলে থাকে। আপনি হুক্কা হুয়াকে  মাসে পাঁচ লাখ টেকাট্যুকার প্রথম পাতায় একটা করে অর্ধপৃষ্ঠা রঙ্গিন বিজ্ঞাপন দেবেন, তো হুক্কা হুয়া আপনার ব্যাপারে চুপচাপ থাকবে। টেকাট্যুকা দেবেন না তো হুক্কা হুয়া আপনার চৌদ্দগুষ্ঠির জাত-পাতের খবর করে দেবে। আপনার ব্যবসায় লাল বাত্তি জ্বালাইয়া দেবে, আপনার….. মাইরি বলছি!

সুতরাং হুক্কা হুয়া কে টেকাট্যুকা দিন, নিরাপদ থাকুন…নইলে দৌড়ের উপ্রে থাকুন!

Leave a comment